ফের ঘুরিয়ে গুকেশের বিশ্বরেকর্ড করা জয়কে খাটো করার চেষ্টা কার্লসেনের?
সম্প্রতি দাবায় নতুন ইতিহাস তৈরি করেছিলেন গুকেশ ডোম্মারাজু। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়েছিলেন ভারতীয় তারকা। গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হন, সেদিন তাঁর বয়স ছিল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ যখন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর। গুকেশের প্রতিপক্ষ ছিলেন চিনের ডিং লিরেন। মোট ১৪ গেম শেষে ৭.৫-৬.৫ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিরেনকে পরাজিত করেন ভারতীয় দাবাড়ু। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব…