Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চরবৃত্তির অভিযোগে এখনও পাকিস্তানের জেলে কুলভূষণ, ভয়ঙ্কর পরিণতি হল তাঁর অপহরণে যুক্ত ধর্মগুরুর
চরবৃত্তির অভিযোগে এখনও পাকিস্তানের জেলে কুলভূষণ, ভয়ঙ্কর পরিণতি হল তাঁর অপহরণে যুক্ত ধর্মগুরুর

নয়াদিল্লি: পাকিস্তানে খুন হলেন ধর্মগুরু। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে অপহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ইরান থেকে কুলভূষণকে অপহরণ করতে পাক গুপ্তচর সংস্থা ISI-কে তিনি সাহায্য করেন বলে জানা যায়। শুক্রবার রাতে তাঁকে গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আগেও দু’বার তাঁকে খুনের চেষ্টা হয়। সেবার প্রাণে বেঁচে গেলেও, এবার আর রক্ষা পেলেন না তিনি। (Mufti Shah Mir) শুক্রবার রাতে বালুচিস্তানে খুন হয়েছেন মুফতি শাহ মীর। তুরবতের একটি মসজিদে রাতের নমাজ সেরে বেরোচ্ছিলেন তিনি। সেই সময় অতর্কিতে হামলা…

Read More