শেষ ওভারে তিনটি ছক্কা ডেভিডের, রাজস্থানকে হারাল মুম্বই
আজ সপ্তাহান্তে দিনের দ্বিতীয় আইপিএল (IPL 2023) ম্যাচ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RR)। আজ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন, তার উপর সদ্যই তিনি মুম্বই অধিনায়ক হিসাবেও এক দশক সম্পূর্ণ করেছেন। সেই কারণে আজকের ম্যাচটি রোহিতকেই উৎসর্গ করেছে মুম্বই ম্যানেজমেন্ট। এই ম্যাচটি রোহিতের জন্য তো বটেই, আইপিএলের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি আইপিএলের ইতিহাসের হাজারতম ম্যাচ। আর টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সই এই ম্যাচ মাঠে নামছে। মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরুটা দুইটি পরাজয় দিয়ে করে।…