Met Gala-য় ‘বাদশাহি’ মেজাজে শাহরুখ, স্বামীর সঙ্গে হাজির প্রিয়ঙ্কা, অন্তঃসত্ত্বা কিয়ারা-দিলজিৎ কেমন সাজলেন দেখুন
হলিউডে অভিনয় করেছেন অনেকেই। কিন্তু সেখানকার রেড কার্পেটে বলিউডের উপস্থিতি তেমন চোখে পড়ে না। এবারের Met Gala 2025 তাই ব্যতিক্রম ছিল সবদিক থেকেই। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান উপস্থিত থাকবেন জেনে বাড়তি উৎসাহ পেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু হলিউডে বলিউডের উপস্থিতি কতটা নজর কাড়তে পারল? বয়সের সঙ্গে তাঁর ‘কেত’, আকর্ষণ বাড়ছে বলে একমত সকলেই। কিন্তু মেট গালায় শাহরুখ খানের উপস্থিতিতে অনেকে গর্ববোধ করলেও, সাজগোজে তিনি তেমন নজর কাড়তে পারলেন না। দুই হাত ছড়িয়ে ভারতীয়দের মন জয় করলেও, সাজগোজে শাহরুখ উতরোতে পারেননি বলেই…

