লাল নোটিস থেকে মুক্ত পঞ্জাব ব্যাঙ্ক থেকে লোন নিয়ে উধাও হওয়া মেহুল, বিজেপি-র ‘প্রাণের বন্ধু’, খোঁচা মমতার
কলকাতা: নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লাপাচারে যুক্ত থাকার অভিযোগে বিদ্ধ তাঁর দল। তা নিয়ে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে তৃণমূল। সেই আবহেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গৌতম আদানির মতো শিল্পপতিদের হয়ে কাজ করার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র বন্ধু বলেই লুঠপাট সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই বলে কার্যত দাবি করলেন মমতা। মঙ্গলবার দু’দিনের ওড়িশা সফরে রওনা দিলেন মমতা। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত, ফেরার শিল্পপতি…