ISL 2024-25: শুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০ হারাল মোহনবাগান
Mohun Bagan vs Mohammedan: আইএসএল ২০২৪-২৫-এ কলকাতা মিনি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মহমেডান। এই ম্যাচে দাপুটে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কলকাতার মিনি ডার্বি বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। শক্তি-দুর্বলতা কিংবা পরিসংখ্যান এখানে তেমন গুরুত্ব পায় না, কারণ এমন ম্যাচে স্নায়ুর চাপ ও পারফরম্যান্সই মূল ভূমিকা পালন করে। তবে প্রথমবার আইএসএলে খেলতে নামা মহমেডান স্পোর্টিংয়ের কাছে এটি কার্যত এক অসম লড়াই ছিল। শেষ পর্যন্ত মহমেডান অসম্ভবকে সম্ভব করতে পারেনি। অপরদিকে, নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে মোহনবাগান।…