AIFF-র বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস! তালিকায় ইস্টবেঙ্গলের সৌম্যা
এআইএফএফের তরফে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। সবুজ মেরুন শিবিরকে নেতৃত্ব দিয়ে গতবার আইএসএল শিল্ড জিতেছিলেন। এবারে নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে নিয়ে গেছিলেন শুভাশিস। আইএসএলের ডিফেন্ডারদের মধ্যে সব থেকে বেশি গোল করা ভারতীয় তিনিই। এবার তাঁকেই বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত করল ফেডারেশন। আর বর্ষসেরার তালিকায় মোহনবাগানের পুরুষ ফুটবলারদের সঙ্গেই পাল্লা দিয়ে পুরস্কার জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররাও। ইস্টবেঙ্গলের মহিলা দল এবারে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়। বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের অধিনায়ক এছাড়াও এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত…






