মাঠে দুরন্ত বিশালের সুবাদে ডুরান্ড ফাইনালে মোহনবাগান, গ্যালারিতে উঠল আরজি কর কাণ্ডে বিচারের দাবি
ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ জেতে সবুজ মেরুন। তবে মাঠে টিফোর পাশাপাশি, ড্রাম, আতসবাজিসহ একাধিক বস্তু নিয়ে যাওয়ার বিষয়ে প্রাথমিকভাবে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন সব বুঝেশুনে টিফো নিয়ে প্রবেশের অনুমতি দেন। মাঠেই মোহনবাগান গ্যালারি থেকে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে, ‘আমাদের বোনের বিচার চাই!’ লেখা এক বিরাট টিফো প্রদর্শন…


