মহুয়ার আর্জিতে সায় নীতি কমিটির, ৩১ অক্টোবর নয়, ২ নভেম্বর হাজিরার নির্দেশ
নয়াদিল্লি: টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আরও সময় দিল সংসদের নীতি কমিটি। তৃণমূল সংসদের আর্জি মেনে তাঁকে আগামী ২ নভেম্বর হাজির হতে বলা হয়েছে (Cash for Query Allegations)। এর আগে ৩১ অক্টোবর হাজির হতে বলা হয়। কিন্তু পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকায়, আরও ক’দিন সময় চেয়েছিলেন মহুয়া। তাঁর সেই আর্জি মেনে নিল সংসদের নীতি কমিটি। (Parliament Ethics Committee) ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে মোটা টাকা এবং দামি উপহারের পরিবর্তে…