কর্তাদের জন্যই মোহনবাগান ছাড়তে বাধ্য হয়েছি! ২ দশক আগের রাগ এখনও রয়েছে ব্যারেটোর
মোহনবাগান দলের সর্বকালের সেরা নায়ক কে? কেউ বলবেন সুব্রত ভট্টাচার্য। আবার বর্তমান সময়ের যারা উঠতি মোহনবাগান সমর্থক তাঁদেরকে বলতে শোনা যায় পেত্রাতোস বা সনি নর্দির কথা। কিন্তু মোহনবাগানের যারা সাচ্চা সমর্থক, তাঁরা আজ আইএসএলের ব্যাক টু ব্যাক শিল্ড জয়ের আনন্দের মাঝেও ভোলেননি এই ব্রাজিলিয়ানের কথা, তিনি জোসে রামিরেস ব্যারেটো। সোনালি যুগ বাগানকে দিয়েছেন ব্যারেটো মোহনবাগান দলের সর্বকালের সেরা তারকাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান ব্যারেটো। যখন তিনি ১৯৯৯ সাল নাগাদ মোহনবাগানে ট্রায়ালে এসেছিলেন, তখন তাঁর সঙ্গেই ট্রায়ালে ছিলেন আফ্রিকান অ্যালেক্সরা। যদিও…