আল্লু অর্জুন নন, সুজিত সরকার মনে করেন, সেরার পুরস্কার পাওয়া উচিত ছিল ভিকির
সম্প্রতি ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ও তালিকা। আর তাতেই সেরা হিন্দি ছবির পুরস্কার জিতে নিয়েছে বলিউডের বাঙালি পরিচালক সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’। এছাড়াও মোট পাঁচটি পুরস্কার জিতেছে ‘সর্দার উধম’ ছবিটি। তবে তাতেও সেরা অভিনেতার পুরস্কার জোটেনি ছবির কেন্দ্রীয় অভিনেতা ভিকি কৌশলের কপালে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন, সৌজন্যে, ‘পুষ্পা: দ্য রাইজ’। ভিকি কৌশলের সেরা অভিনেতার স্বীকৃতি না পাওয়া নিয়ে মুখ খুলেছেন পরিচালক সুজিত সরকার। পরিচালকের কথায়, ‘ভিকি নিঃসন্দেহে সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার যোগ্য।…