ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই, ব্লকচেন নিয়ে পড়েই গুগলে ৫০ লাখের প্যাকেজ পুণের ছাত্রের
ইঞ্জিনিয়ারিংয়ের কোনও ডিগ্রি নেই, তবুও গুগলে চাকরি পেলেন পুণের এমআইটি ওয়ার্লড পিস ইউনিভার্সিটির পড়ুয়া হর্ষল জুইকার। পড়ুয়াকে বছরে ৫০ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে গুগলের মতো বিশ্বের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থা। নিজের দক্ষতার জোরে গুগলে বার্ষিক ৫০ লক্ষ টাকা বেতনের চাকরি নিশ্চিত করে ফেলেছেন হর্ষল! এই সাফল্যে উচ্ছ্বসিত তার সহপাঠী থেকে আত্মীয়স্বজন সকলেই। আইআইটি বা ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গুগলের মত টেক জায়েন্ট কোম্পানিতে বার্ষিক ৬০-৭০ লক্ষের প্যাকেজ খুব একটা অবাক করা বেতন নয়। কিন্তু আইআইটি বা ইঞ্জিনিয়ার না…