শো করার জন্য, প্রত্যেক মিনিটে মোটা টাকা নিচ্ছেন তমন্না ভাটিয়া! কত টাকা পারিশ্রমিক অভিনেত্রীর?
কলকাতা: ২০২৫ সাল যেন রোলার কোস্টার রাইডের মতোই গিয়েছে অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। একদিকে একের পর এক সাফল্য পেয়েছিলেন তিনি, তবে ব্যক্তিগত জীবনে ঝড় গিয়েছে তাঁর। অভিনেতা বিজয় বর্মার (Vijay Varma) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই প্রেম ভেঙে যায় এই, ২০২৫ সালেই। তবে চলতি বছর, একের পর এক কাজ রয়েছে তমন্নার হাতে। সেই কারণেই কি অভিনেত্রীর স্টেজ শো-এর পারফর্মম্যান্স আকাশছোঁয়া? সদ্যই বর্ষবরণের রাতে, গোয়ায় একটি অনুষ্ঠান করেছিলেন তমন্না ভাটিয়া। গোয়ার সমুদ্রসৈকতে একটি নৃত্য পরিবেশন করেছিলেন অভিনেত্রী।…

