মায়ের হাতে নিদারুণ অত্যাচারের শিকার, আজও ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি, খোলসা করলেন অভিনেত্রী
মুম্বই: প্রত্যেক সন্তানের পরম আশ্রয় মা-বাবা। কিন্তু সেই মা-বাবা, বিশেষ করে মায়ের হাতে যদি নিপীড়িত হতে হয়, তাহলে ছিটকে যান সন্তান। মায়ের সঙ্গে এহেন জটিল সম্পর্কের কথা নিজের লেখা বই ‘Mother Mary Comes to Me’-তে সম্প্রতি তুলে ধরেছেন সাহিত্যিক অরুন্ধতী রায়। বলিউড এবং টেলিজগতের পরিচিত মুখ জয়া ভট্টাচার্যও মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে ফের মুখ খুলেন। মায়ের হাতে অত্যাচারের শিকার হয়ে তিনি নিজের ক্ষতি করতেও পিছপা হননি বলে জানিয়েছেন। (Jaya Bhattacharya) বহু ছবি ও সিরিয়ালে অভিনয় করলেও, ‘কিউঁ কি…

