Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দর্শকদের দাবি মাথায় রেখেই পরিকল্পনা, ‘সিআইডি’-তে ফিরছেন এসিপি প্রদ্যুমন?
দর্শকদের দাবি মাথায় রেখেই পরিকল্পনা, ‘সিআইডি’-তে ফিরছেন এসিপি প্রদ্যুমন?

কলকাতা: এ যেন আর্থার কোনাল ডয়েলের লেখা শার্লক হোমসের (Sherlock Holmes) কথা মনে করিয়ে দেয়। শার্লক হোমসের জনপ্রিয়তা সেই সময়ে তুঙ্গে। একের পর এক বই বেরোচ্ছে, বিক্রি হচ্ছে জোরকদমে। বিভিন্না ভাষায় বইগুলি অনুবাদ হয়ে ছড়িয়েও পড়ছে বিভিন্ন দেশে। কাল্পনিক চরিত্র শার্লক হোমস তখন যেন সবার স্বপ্ন পুরুষ। তাঁর রহস্য সমাধানের ক্ষমতায় বুঁদ গোটা দুনিয়া। এমন সময় গল্পের লেখক মনে করলেন, শার্লক হোমসকে তিনি মেরে ফেলবেন। শেষ করবেন সিরিজটি। যেমন ভাবা তেমন কাজ। একটি গল্পে প্রকাশিত হল যে শার্লক হোমস…

Read More