কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই কাজে অনীহা? কেন একের পর এক হিট ছবি ছাড়ছিলেন করিশ্মা?
কলকাতা: সালটা ১৯৯৯। সেই সময়ে নিজের কেরিয়ারের সেরা সময়টিতে রয়েছে করিশ্মা কপূর (Karisma Kapoor)। বক্সঅফিসে একের পর এক হিট ছবি, নামকরা নায়কদের সঙ্গে কাজ.. সব মিলিয়ে কেরিয়ারের বেশ ভাল সময়েই ছিলেন তিনি। কিন্তু ঠিক এমন সময়ে, একটি নয়, একাধিক হিট ছবি ছেড়ে দিয়েছিলেন নায়িকা! যে ছবিগুলি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত, তাঁকে নিয়ে যেতে পারত আরও উচ্চতায়, এমন বেশ কয়েকটি ছবির কাজ হাতে নিয়েও ছেড়ে দিয়েছিলেন নায়িকা। কিন্তু কেন? সেই কারণ আজও রহস্যাবৃত। এর মধ্যে একটি ছবি ছিল…