কলকাতা হাইকোর্টের আইনজীবীর পচাগলা দেহ উদ্ধার, ৪ দিন ধরে পড়েছিল দেহ
বন্ধ ঘরের ভিতর থেকে এক আইনজীবীর পচা গলা দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে মৃত ওই আইনজীবীর দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। ওই আইনজীবীর নাম কৌশিক দে। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। এদিন তার মৃত্যুর খবরে মর্মাহত হয়ে পড়েন তার সহকর্মী আইনজীবীরা। অনেকেই ছুটে যান তাঁর বাড়িতে। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি হরিদেবপুর থানার কালিতলা এলাকায়। সেখানকার একটি আবাসনে একাই থাকতেন তিনি।…