Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
রাত পোহানোর অপেক্ষা শুধু, একবছর করে বয়স কমে যাবে সব নাগরিকের, ঘড়ির কাঁটা থমকে যাচ্ছে এই দেশে
রাত পোহানোর অপেক্ষা শুধু, একবছর করে বয়স কমে যাবে সব নাগরিকের, ঘড়ির কাঁটা থমকে যাচ্ছে এই দেশে

সোল: জীবনযাত্রা থেকে সিনেমা, তাদের অনুসরণ করে গোটা বিশ্ব। এবার উলটপুরাণ ঘটতে চলেছে দক্ষিণ কোরিয়ায় (South Korea)। নাগরিকদের বয়স নির্ধারণে চিরাচরিত ধারা থেকে সরে আসছে তারা। এতকাল সদ্যোজাত শিশুর বয়স এক বছর বলেই ধরা হতো দক্ষিণ কোরিয়ায় (Age Counting Law)। সেই ধারা থেকে সরে এসে, বিশ্বের অন্যত্র যেমন ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে শিশুর বয়স এক দিন, দু’দিন করে বাড়তে থাকে, সে ভাবেই হিসেব নিকেশ করার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। অর্থাৎ এই সিদ্ধান্ত কার্যকর হলে দক্ষিণ কোরিয়ার সমস্ত নাগরিকদের…

Read More