বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাখাইনে সামরিক হেড কোয়র্টারই কব্জায় বিদ্রোহী সেনার ?
মঙ্গডাও : আরও চাপ বাড়ছে বাংলাদেশের। পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দফতর দখলের ঘোষণা করল মায়ানমারের বিদ্রোহী সেনা। যার জেরে মায়ানমারের শাসকদলের পাশাপাশি চাপ বাড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও, এমনই বলছে ওয়াকিবহাল মহল। জুন্টা-বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম আরাকান আর্মি দাবি করছে, দুই সপ্তাহ ধরে টানা গুলির লড়াইয়ের পর ওয়েস্টার্ন মিলিটারি কমান্ড দখল করে নিয়েছে তারা। শুক্রবার রাতে এক বিবৃতিতে তাদের তরফে বলা হয়, “এই জয় উভয় পক্ষের দ্বন্দ্বে একটি টার্নিং পয়েন্ট।” যদিও এনিয়ে কোনও বিবৃতি জারি করেনি মায়ানমারের সামরিক…


