Bangladesh: মায়ানমারের আরাকানের সঙ্গে বাংলাদেশের সীমান্তের চ্যানেল খুলে দেওয়া হতে পারে!
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের রাজনীতি ও বৈদেশিক সম্পর্কে জোরাল গুঞ্জন প্রতিবেশী দেশ মায়ানমারের রাজ্য আরাকানের স্বাধীনতা নিয়ে। আরাকান কি আসলে জাতি সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় পূর্ব তিমুরের মতো স্বাধীন হচ্ছে? পূর্ব তিমুর ছিল ইন্দোনেশিয়ার একটি দ্বীপ রাজ্য। এটি ‘খ্রিস্টান রাষ্ট্র’ হিসেবে ২০০২ সালের ২০ মে স্বাধীনতা লাভ করে। আনুষ্ঠানিকভাবে দেশটি তখন থেকে ‘ডেমোক্র্যাটিক রিপাবলিক অব তিমোর-লেস্ট’ নামে পরিচিত। ষোড়শ শতকের গোড়ার দিকে তিমুরের সঙ্গে বাণিজ্য শুরু করে পর্তুগিজরা। ওই শতাব্দীর মাঝামাঝি সময়ে তারা সেখানে উপনিবেশে স্থাপন করে। ওলন্দাজদের সঙ্গে সংঘর্ষের…







