Rhea Chakraborty: ‘সুশান্ত খুন হন’, হাসপাতাল কর্মীর দাবিতে হেঁয়ালি ভরা পোস্ট রিয়ার
Sushant Singh Rajput, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আত্মহত্যা নাকি খুন! এই তর্ক এখনও থামেনি। মৃত্যুর দু’বছর পার করেও মীমাংসা হয়নি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। আপাতত বিষয়টি সিবিআই-এর তদন্তাধীন। কিন্তু এর মাঝেই সোমবার বিস্ফোরক মন্তব্য করেছেন কুপার হাসপাতালের মর্গ কর্মীর রূপকুমার শাহ। তাঁর দাবি, সুশান্তের দেহে ও গলায় একাধিক আঘাতের দাগ পাওয়া যায়। তাঁকে খুনই করা হয়েছিল।তবে এই প্রথম নয়, এর আগে হাসপাতালের এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছিল যে, পা ভাঙা অবস্থায় হাসপাতালে এসেছিল সুশান্তের দেহ। আর রূপকুমার শাহর এই…