Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর
১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূখঠাকুর চক্রবর্তী, বলাগড়: ইডির নজরে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। আজ বলাগড়ে তাঁর ১০ কাঠা জমির ওপর গেস্ট হাউস, ব্যান্ডেলে তিনতলা বাড়ি এবং  চুঁচুড়ায় বিলাসবহুল ফ্ল্যাটে একযোগে তল্লাশি চালাল ইডি। কোথাও তালা ভেঙে ঢুকলেন অফিসাররা। কোথাও অত্যাধুনিক পাসওয়ার্ড প্রোটেক্টেড লকিং সিস্টেমের মুখে পড়তে হল গোয়েন্দাদের (Santanu Banerjee)। অভিযান চলল শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতেও নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলি জুড়ে বিশাল সাম্রাজ্য। শনিবার তাঁর সম্পত্তির হদিশ পেতে একাধিক জায়গায় ম্যারাথন অভিযান…

Read More