Azmeri Haque Badhon: আমি ভারতের গর্বিত RAW এজেন্ট: বাঁধন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুর সঙ্গে এ দেশের মানুষের বদলায় মন, মর্জি ও রুচি। যেন মতের সঙ্গে মিললে কাজি, না মিললেই পাজি! এরই এক উৎকৃষ্ট উদাহরণ হয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কীভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে লোকে তাঁকে ভেবেছেন এবং এর জেরে কীভাবে তাঁর জীবন তোলপাড় হয়ে গিয়েছে তার ছবি তুলে ধরেছেন বাঁধন তাঁর প্রোফাইলে। বাঁধন জানিয়েছেন, জুলাই গণভ্যুত্থানের পরে ও আগের বেশ কিছু ঘটনা। শুরুতে ভারতের ‘র’, তারপর যুক্তরাষ্ট্রের ‘সিআইএ’, এরপর ইসরায়েলি…




