Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বর্ধমানের বনপাসে শ্যুটিং করছেন ঋত্বিক-পাওলি, কাণ্ডকারখানায় চটেছেন স্থানীয়রা..
বর্ধমানের বনপাসে শ্যুটিং করছেন ঋত্বিক-পাওলি, কাণ্ডকারখানায় চটেছেন স্থানীয়রা..

পূর্ব রেলের বর্ধমান-রামপুরহাট রেল শাখায় রয়েছে বনপাস রেল স্টেশন। ওই শাখার রেলযাত্রীরা বেশ ভালোভাবেই চেনেন এই স্টেশনটিকে। তবে হঠাৎই বদলে গিয়েছে সেই রেল স্টেশনের নাম। নাম বদলে হয়ে গিয়েছে ‘পাহাড়গঞ্জ হল্ট’। আর তাতেই বিভ্রান্ত নিত্যযাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নাম ফলকের ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ঠিক কী ঘটেছে? খোঁজ নিয়ে জানা যাচ্ছে, বনপাস স্টেশনের এই নাম বদল মাত্র তিনদিনের জন্য। কারণ সেখানে চলছে পৃথা চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি পাহাড়গঞ্জ হল্টের শ্যুটিং। যে ছবিতে জুটি বেঁধেছেন পাওলি দাম ও…

Read More