কাজ সেরে বাড়ি ফিরছেন? মেজাজ ভালো করুন দুই মিনিটে, রইল দিনের সেরা ৫ জোকস
১। কেষ্ট: দাদা, এই রাস্তাটা কোথায় গেছে? বিষ্টু: কেন! কোথাও যায়নি তো! কেষ্ট: কেন মস্করা করছেন দাদা? সত্যি করে বলুন না! বিষ্টু: মস্করা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে। ২। অসীম: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ? বিশাল: ঠিক কৃপণ না রে, একটু হিসেবি বলাই ভালো। অসীম: কেমন হিসেবি? বিশাল: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটে একটা কাশির সিরাপ কুড়িয়ে পেয়েছিলেন। অমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না।…