বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী, চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বলছে ISKCON
ঢাকা: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে প্রতিবাদ, মিছিল চলছে এখনও। সেই আবহে কলকাতার ISKCON জানাল, বাংলাদেশে গ্রেফতার হয়েছেন আরও এক সন্ন্যাসী। এবার চট্টগ্রাম থেকে গ্রেফতার হলেন সন্ন্যাসী শ্যামদাস প্রভু। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এ নিয়ে কলকাতার ISKCON উদ্বেগ প্রকাশ করেছে। নিরপরাধ সন্ন্যাসীদের কেন গ্রেফতার করা হচ্ছে, প্রশ্ন তুলেছে তারা। (Bangladesh News) জানা গিয়েছে, শনিবার চট্টগ্রাম থেকে সন্ন্যাসী শ্যামদাসকে গ্রেফতার করা হয়। জেলে চিন্ময়কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই গ্রেফতার করা হয় তাঁকে। শ্যামদাসকে গ্রেফতারের ওয়ারেন্ট পর্যন্ত পুলিশের কাছে…