রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ব্যারেটো!আসতে চান সিনিয়র কোচিংয়ে
এবার পুরোদমে কোচিং শুরু করতে চলেছেন মোহনবাগানের প্রাণ ভোমরা জোসে রামিরেজ ব্যারেটো। এই ব্রাজিলিয়ান তারকা দীর্ঘ দশ বছরের বেশি সময় খেলেছেন সবুজ মেরুন শিবিরের হয়ে। সেই সময় আজকের মোহনবাগানের সঙ্গে ভালো স্পন্সরও ছিল না। এত বিশ্বকাপ বা নাম করা বিদেশিরাও ছিল না। কিন্তু মোহনবাগানের পতাকা বরাবরই শীর্ষে তুলে ধরেছিলেন সবুজ তোতা। ২০১২ সালের মে মাসে মোহনবাগান ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন সবুজ মেরুন জনতার নয়নের মণি। পুণে এফসির বিরুদ্ধে সেই ম্যাচে ব্রাজিলিয়ান ব্যারেটো বাঁপায়ে শুধু গোলই করেননি, দলকে জিতিয়েছিলেন…