রাতে বিছানা ভিজিয়ে ফেলে সন্তান! লোকলজ্জা নয়, সমাধান করুন বিশেষজ্ঞের পরামর্শে
বেঙ্গালুরু: রাতের ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলার অভ্যাস অনেক শিশুরই থাকে দীর্ঘদিন পর্যন্ত। স্বাভাবিক হলেও তা নিয়ে সামাজিক লজ্জার মুখে পড়তে হয় শিশুটি ও তার মা-কে। চিকিৎসা পরিভাষায় একে ‘নকচার্নাল এনুরেসিস’ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। রাতে মূত্রাশয়ের নিয়ন্ত্রণ না থাকার কারণেই এমনটা হতে পারে। চিকিৎসকদের দাবি, এটা স্বাভাবিক। নির্দিষ্ট বয়সের পর মানুষের মধ্যে এই নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি হয়। যাদের হয় না তাদেরই সমস্যা হতে পারে। কিন্তু কেন এমন হয়, মুক্তির উপায়ই বা কী, জানাচ্ছেন বেঙ্গালুরুর কাবেরী হাসপাতালের নিওনেটালজিস্ট বিভাগের…