১৮ মাস ধরে পরিকল্পনা, স্মোক ক্যান লুকনোর উপায় বেরোয় আগেই, ‘ভগৎ সিং ফ্যান ক্লাবে’র সদস্য ধৃতরা!
নয়াদিল্লি: লোকসভায় তাণ্ডবের ঘটনা হঠাৎ করে ঘটানো হয়নি। দীর্ঘ ১৮ মাস ধরে একটু একটু করে ছক কষা হয়, দাবি তদন্তকারীদের। বুধবার বিকেল থেকে অভিযুক্তদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে, তাতে এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, সেই অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়িত করতে দফায় দফায় আলোচনা সারেন অভিযুক্তরা। ভিন্ রাজ্যের বাসিন্দা হওয়ায়, ঘন ঘন দেখা-সাক্ষাৎ হয়নি যদিও। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন তাঁরা। ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’ নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজও খোলেন অভিযুক্তরা। (Lok Sabha Security Breach) বুধবার…