বারাণসীতে AI ট্রান্সলেটর ভাষিণী ব্যবহার করলেন মোদী, কী এই নয়া প্রযুক্তি
বারাণসীতে দুদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এক অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করলেন মোদী। প্রথমবার তাঁর ভাষণে ব্যবহৃত হল রিয়েল টাইম এআই ট্রান্সলেশন (Real time AI translation) প্রযুক্তি ‘ভাষিণী (Bhashini)’। মোদীর কথাতেও উঠে আসে এই এআই-এর প্রসঙ্গ। ভাষণের মাঝেই তাঁকে বলতে শোনা যায়, ‘আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, ভবিষ্যতে আমায় এই প্রযুক্তিই আপনাদের কাছে পৌঁছে দিতে আরও সাহায্য করবে।’ দুদিনের বারাণসী সফরে এই ঘোষণা রবিবার…