ভাষিণী: ভারতের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে অতিক্রান্ত ভাষা ব্যবধান! জেনে নিন
#নয়াদিল্লি: নানা ভাষা নানা মতের দেশ ভারতবর্ষ। বিবিধের মাঝে মহান মিলনের ঐতিহ্য তার দীর্ঘ বছরের। কিন্তু তার ভিতরেই লুকিয়ে আছে ব্যবধানের বীজও। অন্য প্রদেশের ভাষা বুঝতে না পারার সমস্যা। আর সেই সমস্যায় সব থেকে বেশি জর্জরিত এ দেশের স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। সেই সমস্যা সমাধানের চেষ্টাতেই খানিক দূর অগ্রসর হতে চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) সংস্থানগুলিকে পাবলিক ডোমেনে MSME (Macro, Small and Medium Enterprises), স্টার্টআপ এবং ব্যক্তিগত উদ্যোগীদের জন্য এই ‘ভাষিণী’ (Bhashini) প্ল্যাটফর্ম…