Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বলিউডে শোকের ছায়া… প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল, রাজ কাপুর থেকে শাহরুখ… কার সঙ্গে না অভিনয় করেছেন!
বলিউডে শোকের ছায়া…  প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল, রাজ কাপুর থেকে শাহরুখ… কার সঙ্গে না অভিনয় করেছেন!

 ‘দো ভাই’, ‘নদীয়া কে পার’, ‘শবনম’, ‘পরস’, ‘নমুনা’, ‘শাহিদ’,   ‘জেলর’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’-‘প্রেম নগর’, ‘দো রাস্তে’, -এর মতো ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। ২০১৩-য় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিং’-এ অভিনয় করেন। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ‘লাল সিংহ চড্ডা’। বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ ব‌‌‌ছর। তাঁর মৃত্যু যেন এক অধ্যায়ের পরিসমাপ্তি। ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। বলিউডের যাত্রা শুরু করেছিলেন ৪৬-এ। প্রথম ছবিনীচা নগর।…

Read More