Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Dev As Byomkesh| Rana Sarkar: ‘আঁতেলরা হাহাকার করুক, বাঙালি দর্শক দেবের ব্যোমকেশ দেখবেই’
Dev As Byomkesh| Rana Sarkar: ‘আঁতেলরা হাহাকার করুক, বাঙালি দর্শক দেবের ব্যোমকেশ দেখবেই’

Dev As Byomkesh, Rana Sarkar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেব ঘোষণা করেন যে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র ব্যোমকেশ রূপে বড়পর্দায় ধরা দেবেন তিনি। ‘দুর্গরহস্য’ গল্প অবলম্বনে তৈরি এই ছবি প্রযোজনা করবেন দেব ও শ্যাডো ফিল্মস ও ছবিটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। তবে এই ছবির ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে দেবকে। অভিনেতাকে নিয়ে হাসি মজা ছাড়িয়েছে সীমা, তৈরি হয়েছে একাধিক মিম। এমনকী ইন্ডাস্ট্রির অন্দরেও অনেকেই দেবের সমালোচনা করছেন। এবার দেবের পাশে দাঁড়ালেন…

Read More