অনুব্রতর ‘বেনামী’ সম্পত্তির মালিক, কে এই আব্দুল লতিফ? বিস্ফোরক তথ্য চমকে দেবে
#বোলপুর: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও প্রয়াত স্ত্রীর নামে থাকা সম্পত্তির তথ্য হাতে রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের ‘বেনামে’ কত সম্পত্তি রয়েছে তার হদিস পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই সকল বেনামী সম্পত্তির খোঁজে এ বার বীরভূমের অন্যতম গরু ব্যবসা সঙ্গে যুক্ত আব্দুল লতিফকে হাতে পেতে চাইছেন তদন্তকারী গোয়েন্দারা, দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, এই সকল বেনামী সম্পত্তির হদিস দিতে পারেন এই আব্দুল লতিফ। সিবিআইয়ের দাবি, যে তথ্য সামনে এসেছে তাতে বিভিন্ন ক্ষেত্রে গরু পাচার থেকে আসা লাভের টাকার যে…