রাস্তায় নামাতেই ‘গর্ভবতী’? স্ফীতোদর নিয়ে দাঁড়িয়ে সারি সারি গাড়ি, অদ্ভুতকাণ্ড চিনে
নয়াদিল্লি: দিনে দিনে আরও খামখেয়ালি হয়ে উঠছে প্রকৃতি। তাপমাত্রার পারদ বেড়ে চলেছে উত্তরোত্তর। গলে যাচ্ছে হিমবাহ, আন্টার্কটিকার বরফ। জলবায়ু পরিবর্তনের প্রকোপে দমবন্ধ পরিস্থিতি এশিয়া জুড়ে। সেই আবহেই এবার বেনজির দৃশ্য সামনে এল। লাগাতার পারদ চড়তে থাকার ফলে পড়শি দেশে যানবাহনও ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। রাস্তাঘাটে নামালেই ফুলেফেঁপে যাচ্ছে চারচাকার গাড়ি। গাড়ির দরজা, জানলা, বনেট ফুলে বৃহৎ বুদবুদের আকার ধারণ করছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডি ছড়িয়ে পড়েছে। (Viral News) পড়শি দেশ চিনেই এই অবাককাণ্ড ঘটছে বলে খবর। সোশ্যাল…