‘ওখানে সংখ্যালঘুদের সঙ্গে কী হয়’? ভারতের বিরুদ্ধে এবার দ্বিচারিতার অভিযোগ বাংলাদেশের
ঢাকা: সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার পাল্টা ভারতকে আক্রমণ বাংলাদেশের। ভারতের সংবাদমাধ্যমগুলি বাংলাদেশ নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে ঢাকা। ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করছে, তা অন্যায্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের এই আচরণ দ্বিচারিতার পরিচয় বলেও অভিযোগ তুলল পড়শি দেশ। (Bangladesh News) শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে আসছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে সেই নিয়ে আন্তর্জাতিক মহলও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সেই আবহেই এবার ভারতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ…