নারকেলের জল প্রিয়? ব্যবহার করুন রূপচর্চায়, চোখের নিমেষে উজ্জ্বল ত্বক
নারকেলের জল শুধু স্বাস্থ্যের জন্যই নয়৷ ত্বকের জন্যও খুব উপকারী৷ এই জলে থাকা একাধিক উপকারী উপাদান ত্বককে ভাল রাখে৷ রিঙ্কল, পিগমেন্টেশন-সহ একাধিক সমস্যাকে দূরে রাখে নারকেলের জল৷ এই পানীয়ের ইলেকট্রোলাইট উপাদান ত্বককে মসৃণ করে৷ ফলে উজ্জ্বল ও তরতাজা ভাব বজায় থাকে৷ (Source: news18.com)