প্রতি মাসে বিনামূল্যে একটি পিৎজা পাবেন অসমের দম্পতি! কারণ জানলে অবাক হবেন
#অসম: বিয়ে অনেকের কাছেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’! এবার এই চিরস্থায়িত্বের মেয়াদ কত, কীই বা তার শর্ত তা তো আগে থেকে ঠিক করতে হবে! অসমের এক নবদম্পতি এই চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম কানুন, শর্ত, শর্তখেলাপ সব কিছু আগে থেকে লিপিবদ্ধ করে তবে বিয়ের পিঁড়িতে বসলেন। কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। বিয়ের দিন একটি অদ্ভুত চুক্তিতে স্বাক্ষর করেন বর-কনে। ২১জুন গাঁটছড়া বাঁধেন ওই দম্পতি। গুয়াহাটির পল্টন বাজারের বছর চব্বিশের কনে শান্তি প্রসাদ তাঁর জীবনের প্রেমিক মিন্টু রাইয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি বিনিময় করেন…