ডেলিভারি কর্মীদের সমস্যার সমাধান চাই, শ্রম দফতরের হস্তক্ষেপ দাবি সিটুর
#কলকাতা: বিভিন্ন অ্যাপ নির্ভর সংস্থায় এখন কাজ করে বহু ডেলিভারি বয় এবং গার্ল। সাধারণ মানুষ বেশ অভ্যস্থ হয়ে পড়েছে এই ব্যবস্থাতে। মোবাইলে অর্ডার করে দিলেই কিছুক্ষণের মধ্যেই খাবার এসে হাজির হয় টেবিলে। গ্রাহকদের সুবিধা হলেও দৈনন্দিন বেশকিছু সমস্যায় পড়তে হয় এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের। তা ছাড়াও অসংগঠিত থাকার ফলে সেই সমস্যা নিয়ে পদক্ষেপ করাও সম্ভব হচ্ছিল না। এ বার সমস্যা সমাধানের জন্য শ্রম দফতরের হস্তক্ষেপ দাবি করল সিটু। এই সমস্যার সমাধান সূত্র খুজতে বুধবার নব মহাকরণে শ্রমমন্ত্রী মলয়…