পা ফেটে চৌচির? গোড়লি থেকে রক্ত বের হচ্ছে? এই ঘোরয়া টিপসেই দূর হবে সমস্যা
শীতকাল মানে একরাশ শুষ্কতা। আর যার ফলস্বরূপ ঠোঁট ফাটা, পা ফাটা ইত্যাদি। মুখ বা ঠোঁটের এই ফাটা ভাব দূর করার জন্য সকেলই মোটামুটি কিছু না কিছু ক্রিম বা তেল ব্যবহার করেন। কিন্তু এই সব কিছুর মাঝে অনেক সময়ই বাদ থেকে যায় পা তথা গোড়ালির পরিচর্যা। আর তারপর এই সমস্যা বাড়তে বাড়তে বড় আকার ধারণ করে। অনেক সময় পা ফাটা এমন পর্যায় পৌঁছয় যে গোড়ালি ফেটে রক্তও পড়তে শুরু করে। তবে এই সমস্যা খুব সহজেই এড়াতে পারেন আপনি। এর জন্য…