মহাকাশ থেকে আছড়ে পড়ল রকেটের ধ্বংসাবশেষ, ভাইরাল ভিডিও
গত শনিবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন যা দেখে উল্কাপাত বলে মনে হয়। সারা আকাশ জুড়ে লাল, নীল এবং হলুদের অত্যাশ্চর্য বর্ণময় মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন মানুষ। সাময়িক ভাবে ওই বর্ণচ্ছটা দেখে আলোর রোশনাই মনে হলেও আসলে সেগুলি একটি চিনা রকেটের ধ্বংসাবশেষ। ওই রকেটের ধ্বংসাবশেষগুলি ভারত মহাসাগরের উপর দিয়ে চালিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে। পিপলস রিপাবলিক অফ চায়নার (People’s Republic of China) USSPACECOM কেন্দ্র নিশ্চিত করেছে যে, লং মার্চ 5B (CZ-5B) গত মাসের ৩০ তারিখে ভারত মহাসাগরের…