অরুণ জেটলি স্টেডিয়ামে বোমাতঙ্ক, ‘অপারেশন সিঁদুর’ এর বদলার হুমকি
নয়াদিল্লি: একটি অজানা মেইল আইডি থেকে এল একটি মেইল। সেখানে লেখা অপারেশন সিঁদুরের বদলা হিসেবে অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হতে পারে বোমা দিয়ে। দিল্লি ডিস্ট্রিক্ট অ্য়ান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) কাছে শুক্রবার দুপুরে একটি মেইল আসে। সেখানেই দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই ইমেলে লেখা ছিল, ”দিল্লি স্টেডিয়াম বোমব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হবে। ভারতে পাকিস্তানের একটি স্লিপার সেল রয়েছে। যারা ভারতে বেশ সক্রিয়। অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর আগে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি…


