কাল সংসদে আসছেন প্রধানমন্ত্রী, জবাব দেবেন বিরোধীদের অনাস্থা প্রস্তাবের; জানালেন রাজনাথ
নয়াদিল্লি : মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মৌনব্রত’ ভাঙতেই অনাস্থা প্রস্তাব। আগেই জানিয়েছে কংগ্রেস। এর পাশাপাশি সুর চড়িয়েছে বিরোধীরাও। এবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামীকাল সেই লক্ষ্যে হাউসে উপস্থিত থাকবেন তিনি। আজ একথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh in Lok Sabha)। আজ ছিল বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) সংসদে জানান, আজ বিতর্কে বক্তব্য রাখবেন রাহুল গাঁধী। সেই মত…