‘শেষ হাসি আমরাই হাসব, বিজেপি হাসবে..’, ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে দাবি মিতালী রায়ের
জলপাইগুড়ি: যত সময় যাচ্ছে, ততই ছবিটা বদলাচ্ছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। কিন্তু ক্ষণিকেই গেরুয়া আকাশে সিদূঁরে মেঘ। দেখতে দেখতে সপ্তম রাউন্ড পার। এদিকে দান পাল্টে এগিয়ে তৃণমূল প্রার্থী। এদিকে যিনি দুদিন আগেও ছিলেন তৃণমূলে, সেই মিতালী রায়ের এখন সুর অন্য়। কারণ ‘হেরে যাওয়ার পর যোগাযোগ রাখেনি দল’, এমন অভিযোগ এনেই সম্প্রতি বিজেপিতে যোগ দেন তিনি। তবে এহেন অবস্থাতেও অটুট আত্মবিশ্বাস বিজেপি বিধায়কের। এদিন মিতালী রায় বললেন, ‘শেষ হাসি আমরাই হাসব, বিজেপি হাসবে, মোদিজি…