দলের লড়াইয়ে গর্বিত ইস্টবেঙ্গল কোচ,গোলখরা কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন দিয়ামান্তাকস আশাবাদী অস্কার
মুম্বই: মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর দলের খেলায় খুশি এবং রীতিমতো গর্বিত ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon)। শুক্রবার মুম্বই ফুটবল এরিনায় দুর্দান্ত লড়াই করে গতবারের কাপজয়ীদের রুখে দেয় লাল-হলুদ ব্রিগেড। দলে মাত্র তিন বিদেশিকে নিয়ে মাঠে নেমে তারা রীতিমতো সাহসী ও উজ্জীবিত ফুটবল খেলে। এই ড্রয়ের ফলে লিগ টেবলে ১১ থেকে ১০ নম্বরে উঠে আসে তারা। শুক্রবার রাতে ম্যাচের পর অস্কার ব্রুজোন (Oscar Bruzon) বলেন, “অনেক চোট-আঘাত সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা এই মরশুমের…