Rainbow Coloured Planet: মহাজাগতিক রামধনু দেখাল নাসা, রহস্যটা কী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির অন্যতম প্রিয় গান ‘দেখেছো কি তাকে’। সেই গানের কয়েকটি লাইন– ‘দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে?/ বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম/ জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়/ মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়/ দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে?’ আকাশে সম্প্রতি যে রামধনু-রং ছড়িয়েছে, সে কি নীল নদীর ধারের? না, তাই-বা কী ভাবে সম্ভব? নীল নদী তো বইছে মাটিতে। গানের নদীর রামধনু-রং তো আর আকাশে সম্ভব…