অ্যাকাউন্ট অনুব্রত ‘ঘনিষ্ঠদের’ নামে! পাশবুক থেকে চেকবুক ‘একজনের’ জিম্মায়!
কলকাতা: গরু পাচারে বীরভূমকে ব্যবহার করতে হয়েছে কোটি কোটি টাকার লেনদেন। নিজের রাজনৈতিক পদের প্রভাব খাটিয়ে পাচারকারীদের পথ প্রশস্ত করেছেন খোদ অনুব্রত মণ্ডল। বদলে লাভবান হয়েছেন তিনি ও পরিবারের সদস্যরা। চার্জশিটে এমনই উল্লেখ করে ইডির দাবি, নিজের দেহরক্ষী রাজ্য পুলিশে কর্মরত কনস্টেবল সহেগল হোসেনকে ব্যবহার করা, পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং সেফ প্যাসেজ করে দিয়ে নগদে টাকা নেওয়ার মাস্টার মাইন্ড অনুব্রত মণ্ডল। এখানেই শেষ নয় নগদে নেওয়া কোটি কোটি টাকা সরানোর ক্ষেত্রেও অনুব্রত ঢাল করেছেন নিজের ঘনিষ্ঠ মহলকে। চার্জশিটে চাঞ্চল্যকর…