‘বডি পজিটিভিটি’ নিয়ে সচেতনতা বৃদ্ধিই লক্ষ্য, ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে আয়োজিত হল বিশেষ ফ্যাশন শো
কলকাতা: নিজের শরীর যেমনই হোক, দেহের কাঠামো যেমনই হোক, তাকে ভালবাসতে হবে, নিজেকে নিজে ভালবাসতে জানলে তবেই তো বাকিরা ভালবাসবে! এখন একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি, ‘বডি পজিটিভিটি’ (Body Positivity)। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকে ‘কালার্স বাংলা’র (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’ (Sohag Chand)। সেই ধারাবাহিকে এবার অনুষ্ঠিত হতে চলেছে ফ্যাশন শো। কোনদিকে মোড় নেবে গল্প? ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের গল্পে এবার নতুন মোড় অবশেষে হাজির হতে…