Ranveer Allahbadia Breaking News: তোলপাড় হচ্ছে, বাড়ি তালা বন্ধ, মোবাইল সুইচড অফ, মা-বাবাকে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে পুলিশি সমনেও টিকি মিলছে না রণবীরের
রণবীর আলাহবাদিয়া এবং সময় রায়না বিতর্কের ঢেউয়ে দেশের নানা প্রান্ত উত্তাল৷ মুম্বই পুলিশ শুক্রবার জানিয়েছে যে ইউটিউবার এবং পডকাস্টার রণবীর আলাহবাদিয়াকে কোথাও পাওয়া যায়নি৷ তাঁর ফোন বন্ধ রয়েছে এবং তাঁর বাড়িতেও তালা ঝুলছে৷ পুলিশ জানিয়েছে যে তাঁরা ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কারণ তিনি খার পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় সমনও এড়িয়ে গিয়েছিলেন৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কারণ সময় রায়নার শো “ইন্ডিয়াস গট ল্যাটেন্ট” এ এক প্রতিযোগিকে তাঁর ‘পিতামাতার যৌনমিলন দেখা’ নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন৷ শুক্রবারের আগে,…