বিতর্কের জেরে দীর্ঘ বিরতি, ফের নতুন কাজ নিয়ে ফেরার ইঙ্গিত দিলেন রণবীর এলাহবাদিয়া
কলকাতা: সদ্যই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। শুধু বিতর্ক বললেও কম বলা হয়, একেবারে আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিল তাঁর নাম। সেই জটিলতা এখনও পর্যন্ত কাটেনি। এই নেটপ্রভাবী মূলত জনপ্রিয় তাঁর পডকাস্টের জন্যই। আর দীর্ঘ বিরতির পরে, ফের একবার নতুন কাজের ইঙ্গিত দিলেন রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ পোস্ট করেছেন রণবীর। সেখানে তিনি সবাইকে, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, নতুন কাজ শুরু করতে চলেছেন তিনি। কমেডিয়ান সময় রায়না ইউটিউবে একটি শো করেন যার নাম India’s Got Latent এবং…